৮০ তম ব্যাচে সফটওয়্যার এর এফ আর ফি বিষয়ক ক্লাস চলছে।
মোবাইল হাং হয়ে গেলে বা স্লো কাজ করলে সফটওয়্যার করতে হয়। লোগু,রিস্টাট সমস্যা সহ আরো অনেক সমস্যার জন্য মোবাইল সফটওয়্যার করতে হয়।মোবাইল সার্ভিসের এর ক্ষেত্রে সফটওয়্যার এর ভুমিকা অনেক। সফটওয়্যার করার পর এফ আরফি নামক লক থাকে।
মোবাইল মার্কেটে রয়েছে আমাদের চারটা প্রতিষ্ঠান তার মধ্যে তিনটি সার্ভিসিং সেন্টার ও একটি ট্রেনিং ইনস্টিটিউট।
বর্তমানে বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউটের তৃতীয় শাখা বিশ্বাস মোবাইল ক্লিনিক এ সকল প্রকার মোবাইলের সার্ভিসিং করানো হয়।
আরো রয়েছে অভিজ্ঞ ট্রেইনার যাদের অভিজ্ঞতা ৫ থেকে ১৭ বছরের।
ট্রেনিং ফি জানতে যোগাযোগ করুন: 01617718059/01817718059