সবাইকে স্বগতম।।। মোবাইল সার্ভিসিং বা ঠিক করতে হলে সর্বপ্রথমে আমাদের মোবাইল ও মোবাইলের পার্টসগুলো চিনতে হবে এবং নামও মোটামোটি জানা রাখতে হবে। মোবাইল ও মোবাইলের পার্টসগুলো চিনা ও নাম জানা থাকলে আমরা খুব সহজে ও দ্রুত যে কোনো মোবাইল ঠিক করতে পারবো। এক কথায় বেসিক জ্ঞান অর্জন।প্রথমেই আমরা পরিচিত হব যে সকল যন্ত্র-পাতি দিয়ে কাজ করব। এবং মোবাইল রিপিয়ার (মেরামত) করতে যে সকল যন্ত্র-পাতি লাগে তার মাঝে উল্লেখ করা যাই-
টুলস পরিচিতিঃ
মোবাইল টুল বক্স,
হট গান,
পাওয়ার সাপ্লাই,
কুইক চার্জার,
একটি টেবিল লেম্প (মেগ্নিফ্লাইং গ্লাস সহ),
লিড কয়েল,
রজন,
মেজিক তার,
থিনার,
সোল্ডারিং পেস্ট,
একটি টুথ ব্রাশ,
হিট বক্স ইত্যাদি
Add a Comment