Untitled design (30)

মোবাইল রিপিয়ার করতে যে সকল যন্ত্রপাতি লাগে

সবাইকে স্বগতম।।।😊😊 মোবাইল সার্ভিসিং বা ঠিক করতে হলে সর্বপ্রথমে আমাদের মোবাইল ও মোবাইলের পার্টসগুলো চিনতে হবে এবং নামও মোটামোটি জানা রাখতে হবে। ❤️❤️মোবাইল ও মোবাইলের পার্টসগুলো চিনা ও নাম জানা থাকলে আমরা খুব সহজে ও দ্রুত যে কোনো মোবাইল ঠিক করতে পারবো। এক কথায় বেসিক জ্ঞান অর্জন।প্রথমেই আমরা পরিচিত হব যে সকল যন্ত্র-পাতি দিয়ে কাজ করব। 🌺🌺এবং মোবাইল রিপিয়ার (মেরামত) করতে যে সকল যন্ত্র-পাতি লাগে তার মাঝে উল্লেখ করা যাই-

টুলস পরিচিতিঃ

☑️মোবাইল টুল বক্স,

☑️হট গান,

☑️এভো মিটার,

☑️পাওয়ার সাপ্লাই,

☑️কুইক চার্জার,

☑️একটি টেবিল লেম্প (মেগ্নিফ্লাইং গ্লাস সহ),

☑️লিড কয়েল,

☑️রজন,

☑️মেজিক তার,

☑️থিনার,

☑️সোল্ডারিং পেস্ট,

☑️একটি টুথ ব্রাশ,

☑️হিট বক্স ইত্যাদি

368771472_297489359569757_4784276945981535221_n

79তম ব্যাচে নেটওয়ার্ক বিষয়ক ক্লাস করাচ্ছেন বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট এর আইসি ল্যাব ট্রেনার আহাদ খান

👉79তম ব্যাচে নেটওয়ার্ক বিষয়ক ক্লাস করাচ্ছেন বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট এর আইসি ল্যাব ট্রেনার আহাদ খান।

✔️বর্তমান বিশ্বে টেকনিক্যাল কাজের ভিতরে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে মোবাইল সার্ভিসিং🫡

✔️এক মাসের বেসিক কোর্স এবং সারাদিন প্র্যাকটিস

✔️দুই মাসের আই সি লেভেল কোর্স এবং সারাদিন প্র্যাকটিস

✔️ট্রেনিং শেষ করার পরেও থাকবে দীর্ঘদিন অনলাইন এবং অফলাইন সাপোর্ট।

✔️মোবাইল মার্কেটে রয়েছে আমাদের চারটা প্রতিষ্ঠান তার মধ্যে তিনটি সার্ভিসিং সেন্টার ও একটি ট্রেনিং ইনস্টিটিউট।

আরো রয়েছে অভিজ্ঞ ট্রেইনার যাদের অভিজ্ঞতা ৫ থেকে ১৭ বছরের।

✔️ট্রেনিং করার আগে আপনি একদিন এসে ট্রাইল ক্লাস করুন এবং ভিজিট করুন

প্রয়োজনে ভিডিও কল দিয়ে প্রতিষ্ঠান দেখতে পারেন

✔️ট্রেনিং শেষে থাকছে সরকারি সার্টিফিকেট।

ট্রেনিং ফি জানতে যোগাযোগ করুন: 01617718059/01817718059

👉

৮০ তম ব্যাচে সফটওয়্যার এর এফ আর ফি বিষয়ক ক্লাস চলছে

👉৮০ তম ব্যাচে সফটওয়্যার এর এফ আর ফি বিষয়ক ক্লাস চলছে।

মোবাইল হাং হয়ে গেলে বা স্লো কাজ করলে সফটওয়্যার করতে হয়। লোগু,রিস্টাট সমস্যা সহ আরো অনেক সমস্যার জন্য মোবাইল সফটওয়্যার করতে হয়।মোবাইল সার্ভিসের এর ক্ষেত্রে সফটওয়্যার এর ভুমিকা অনেক। সফটওয়্যার করার পর এফ আরফি নামক লক থাকে।

👉মোবাইল মার্কেটে রয়েছে আমাদের চারটা প্রতিষ্ঠান তার মধ্যে তিনটি সার্ভিসিং সেন্টার ও একটি ট্রেনিং ইনস্টিটিউট।

👉বর্তমানে বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউটের তৃতীয় শাখা বিশ্বাস মোবাইল ক্লিনিক এ সকল প্রকার মোবাইলের সার্ভিসিং করানো হয়।

আরো রয়েছে অভিজ্ঞ ট্রেইনার যাদের অভিজ্ঞতা ৫ থেকে ১৭ বছরের।

👉ট্রেনিং ফি জানতে যোগাযোগ করুন: 01617718059/01817718059

👉

৮০ তম ব্যাচে ছাত্রদের ডিসপ্লে বিষয়ে ক্লাস চলছে।

৮০ তম ব্যাচে ছাত্রদের ডিসপ্লে বিষয়ে ক্লাস চলছে।

👉 মোবাইল সার্ভিসিং জগতে ডিসপ্লের কাজ একটি অন্যতম কাজ।❤️❤️ ডিসপ্লে কাজ করতে না পারলে আপনি মোবাইল সার্ভিসিং জগত এক্সপার্ট না।🥲🥲

👉 আজকে ক্লাস চলছে কিভাবে ডিসপ্লে গাম দিয়ে লাগাতে হয়। গাম লাগানোর সময় অনেক ডিসপ্লে নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকে। সেটি ছাত্রদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে।🌺🌺

আপনি মোবাইল সার্ভিসিং শিখতে চাইলে আপনার জন্য রয়েছে বিশ্বাস মোবাইল ট্রেনিং চট্টগ্রাম ।