আমি মোঃ শফি উল বাশার। স্বপ্ন দেখেছি হাজার যুবক মোবাইল ফোন রিপেয়ার শিখে স্বাবলম্বী হবে। তারই ধারাবাহিকতায় বর্তমানে ৮০০ এর অধিক যুবক মোবাইল ফোন রিপেয়ার শিখেছেন। পুরো বিশ্বব্যাপী কর্মস্থান করেছে তথা কাতার ,কুয়েত ,মালোশিয়া, সিঙ্গাপুর সাউথ আফ্রিকা ওমান সৌদি আরব, দুবাই ,চেক রিপাবলিক ইতালি ,ইন্দোনেশিয়া, আমেরিকা। বাংলাদেশের অন্তত ৫০ টি জেলায় যুবরা কর্মস্থান করেছে এবং সম্মানের সাথে চাকরি করছে। মোটামুটি লেবেলের যে কাজ করে তারও পার ডে ইনকাম ১০০০ থেকে ২০০০ টাকা। একজন যুবক তার নিজেকে বিশ্বাস করলে মেধা এবং শ্রমকে কাজে লাগালে সে এ পেশায় স্বাবলম্বী হতে পারে এটি ইতিমধ্যে পরীক্ষিত। গড়ে উঠেছে বিশ্বাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট/ বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট। সামাজিক রুপ দেওয়ার জন্য তৈরি হয়েছে বিশ্বাস যুব ও সমাজকল্যাণ সংস্থা তারই হাত ধরে যুবকের দের কল্যাণ হচ্ছে। আপনিও স্বাগতম আমাদের এই ভুবনে।